সেদিনের বৃষ্টি শেষে, মেঘ ছেঁড়া চাপা রোদে
দুপুরের অবসরে উদাস দখিনের জানালায়
দাঁড়িয়ে আনমনে, অগোছালো খোলা চুলে
কবিতার বই ভুলে, বিপন্ন একাকী ভাবনায়
কলের মানুষের গড়া যত এই লৌহ সভ্যতায়
যাদু বাক্সের ভাঁজহীন চিঠিতে প্রেমের মিথ্যে কথায় -
তুমিও কি একা আছো
অগোচরে চোখ মোছ
স্বপ্ন ভাঙ্গা চোখে
স্বপ্নকে ধরে রাখো
একদিন পাখি হবার
একদিন পাখি হবার...
জানালার দেয়ালটাতে, পুরনো ইটের ফাঁকে
আগাছারা জ্বলে ওঠে, ক্যামোন এক সোনালি আলোয়
ছুঁয়ে দিয়ে আনমনে, ঘোরলাগা শূন্য চোখে
একমুঠো ক্যামোন অরণ্য, ধুসর মলিন সান্ত্বনায়
পুঁজিবাদী পেটুকের ব্যালকনির ওই বন্দী সবুজে
ফ্রিজে রাখা মরা মাছেদের চোখে সাগরের স্বপ্ন জমে
তুমিও কি আশাহত
হতে চাও চন্দ্রাহত
বুক ভরে নিতে চাও
ভেজা বাগানের ঘ্রাণ
জোছনায় একা ছাদে
জোছনায় একা ছাদে ...
Comments
Post a Comment