বছর তেইশ পর, আবার অক্টোবর
তোমার না থাকা,
পৌরাণিক কোন গণজাগরন অনুভূতির মতন অস্পষ্ট হয়ে আসে
ভেসে যায় আয় ব্যয়ের মাসিক শোকসভায়, মাতমে
তুমি সেইসব,
না পাওয়া প্রেমিকার দলে নাম ল্যাখাও
আমি যাঁদের পিতার কাছাকাছি বয়েসের আজ
বছর তেইশ পর, আবার অক্টোবর
যে মাসের বৃষ্টি নিয়ে কোন গান ফান ল্যাখা হয় না
৪ঠা অক্টোবর, ২০২২
Comments
Post a Comment