ফেরা




কখনো ফিরে আসা মানে 
শহরের মানচিত্র দুটো হয়ে যাওয়া
কিংবা তীব্র প্রস্হান
কখনো ফেরা মানে 
প্রবেশদ্বারে বিদায় সম্ভাষণ ।
কখনো ফিরে চলা মানে 
সব যাত্রার শবযাত্রা ।
কখনো ফিরে আসা মানে
শহরে নতুন আরেকজন আগন্তক
নিজ গৃহে আতিথ্য অতিশয্য -
পয়ঃপ্রণালীতে কিছু নতুন 
মল ও মুত্রের প্রবাহ ।





কখনো ফেরা মানে 
লোকারণ্যে বিজন অরণ্যের এক পথভ্রষ্ট ,
কখনো ফেরা মানে হারানো প্রেমিকার প্রতি
চরম নির্বিকারত্ব ।
কখনো ফেরা মানে 
কখনো ফেরা মানেই না ফেরা 
কখনো ফেরা মানে ফেরারী 
কখনো ফেরা মানে চলে যাওয়া , পাওয়াটাই না পাওয়া 
কখনো ফেরা মানে চলে যাবো
....... তোমার কাছে । 
৮/১/১৪

Comments