উনসুনি বাৎচিত

 

 
 
 

হিমবালিকা ও অন্যান্য না পাওয়া নারীদের গল্প
বাসি হয়ে গ্যাছে এক যুগ বা তারও বেশী
তাঁদের সুত্রে দুধভাই জাঁহাবাজ ঘোড়াকুল থিতু হন নিজ নিজ আস্তাবলে।
এসব বহুল চর্বিত রোমন্থন আবেদন হারিয়েছে
বিগত যৌবনা বেশ্যার মতোন, সমব্যথী বন্ধুমহলে।
বুনো যৌবন কাটানো কালো অঘোরী
প্রসব উছিলায় বড় বোন সম্পর্কে আবদ্ধ হন এ্যাক শীতের সকালে
সে খবোর কিছুকাল জ্বলে উঠে চাপা পড়ে
সংসারী সম্বাদপত্র স্তুপের নিচে।
মূল সমাচার, যুদ্ধের বাজার,
আমাদের দুরদর্শি বন্ধুকুল
জমা ও জমি করেন এখানে ওখানে
কেউ কেউ থিতু হন বিদেশ বিভূঁয়ে।
আমি কেবলই এর সমান্তরালে
সমস্যান্তরিত হই জর্জরিত সমাধানে সমাধানে।

Comments