এইসব প্রাগৈতিহাসিক বিকেল ও চাঁদেরা
ছুঁয়ে গ্যাছে অতলান্তিক নগরী,
আদিম বন, অমীমাংসিত স্থাপত্য,
বিস্মৃতস্নান নারী ও নদী।
সেসমস্ত স্মৃতির শবযাত্রা গন্তব্যের অতীত বলে
অবসরে, গোপন সংবেদনে
যথাযোগ্য মর্যাদায় একেকটি অন্ত্যেষ্টিক্রিয়া
ও শহীদ স্মরণী গড়ে যাই
পুড়ে যাই প্রাগৈতিহাসিক বিকেল ও চাঁদের ঘুমভাঙানিয়া রোদে
ছুটে যাই মুগ্ধ ভাতঘুম চটা সদ্য খোলা চোখে
দাসত্ব ও ভ্রম মুক্তির অনন্ত
নিস্ফল মিছিলে।
ফকির ফয়সল ২২ মে ২০২১
Comments
Post a Comment