কবি


ফিরে আসুন কবি,

ধানক্ষেতে জনধর্ষিত,

পদদলিত শালিকের লাশে,

কার্তিকের নবদুর্ভিক্ষের দেশে।

ফিরে আসুন,

অসুস্থ কমলালেবুর মতোন

কর্কটরোগগ্রস্হ মায়েদের স্তনে

জন্মবিরতিকরণ ঘা ও অর্বুদ হয়ে

উত্থানঅক্ষম আমাদের পুরুষাঙ্গে।

ফিরে আসুন, হে আদিম ও দিগম্বর

মাড়ি ও মৃত্যুর পয়গম্বর 

মানুষ এখন ভৌতিক গল্পের মতোন

বানোয়াট ও অবিশ্বাস্য হয়ে গ্যাছে …

 

ফকির ফয়সল ২৭ মে ২০২১

 

Comments