সুবর্ণ কুটির, মায়াকুঞ্জ ও দুধ পাহাড়ের দ্বীপ

 



সুবর্ণ কুটির! এই বিপনি বিতানের

ঠিক কোন বরাবর ঘরে, মরেছিলো সে---

কাঁকড়ায় খাওয়া একটি স্তন

জীবনবাবুর কমলার মতোন বিষন্ন আরেকটি নিয়ে বছর তিরিশ কি পঁয়তিরিশে?

জিলা পরিষদ বিপনি, ওপাশে, মায়াকুঞ্জে, আজও ভাসে

অশরীরী এক কিশোরীর প্রথম ব্রেসিয়ার, ঘেমো ব্লাউজের মৌতাত---

তুমি ভালো থেকো

মেঘ হ্রদ রোদেলা তেপান্তর

দুধ পাহাড়ের দ্বীপে

তোমাদের সন্তান থাক দুধে ভাতে।


Comments