দুপুরগ্রস্হ




ভর দুপুর ভর করুক

সকল দুপুরগ্রস্হের উপর -------

 

ইতিহাস, তুমি একটা কাক হয়ে যাও

ভাঙো কোকিলের গান, দাও মানুষপাখীর ডিমে তা শোনাও, শোনাও গল্প কথন

স্মৃতির মাতম

সে এক ভীষণ ভ্রম আর

লড়াই তোমাকে নিজ হাতে বুঝে নেবার

মাঝে এক সুতো সুবর্ণগ্রাম

পদ্মভুখের গাঁ, রোমন্থন তার নাম।

 

দ্যাখো, না পাওয়া টুকিটাকি, চকমকি খেলনাপাতি 

ক্যামোন বোঝায় বাজার অর্থনীতি!  

না পাওয়া প্রেমিকারা সমাজ রাস্ট্রবিজ্ঞানের প্রথম পাঠ 

সংসার মানে কুটনীতি, যুদ্ধের বেসাতি ইত্যাদি ইত্যাদি .....


Comments