স্টকারের পিরামিড |
একেকটি দুর্দান্ত সংগম শেষে
অভ্যস্হ দম্পতির মতোন
একান্ত স্বকীয়তায়
পাশ ফিরে শোয়
ইতিহাস ও রাজনীতি।
শিশু সমাজ, তারই সমান্তরালে
বারবার জেগে ওঠে সভ্যতা নামে
সহোদরা বোন দর্শনের জন্ম বানচালে।
সময়, তৃতীয়লিঙি এক পরকীয়া বহুকামী,
কালো কালো বক্ষবন্ধনীর কৃষ্ণগহ্বরে
জমা রাখে সেইসব স্মৃতি, অবিকৃত অনুভুতি।
ফকির ফয়সল
Comments
Post a Comment