ঘাসমতি কাব্য
আমরা যে পথে হাঁটি
বুনি দুর্ভেদ্য ঘাসমতি- দুর্বোধ্য জড়িবুটি
চাষ করি মাশরুম, ছায়াপথচ্যুত ফুল- মহাজাগতিক ডিম্বধারিনী।
অথচ যেখানে
আকাশ মিশেছে আকাশে, আঁধারে
তারই এক কোনে কোন মহাভুল ক্ষণে
নিঃসঙ্গ নক্ষত্রের আলোয়
মানুষ ফেঁদেছে ইতিহাস এক
অর্থনৈতিক রূপকথায়।
--- ফকির ফয়সল
নভেম্বর ২৪, ২০২০
Comments
Post a Comment