নিভে ওঠো গওহর বাদশাহ





অঘাত হ্রদে রোদেরা চান সারে
চান সারে টিউশানি ফেরা
ঘোর বর্ষার সন্ধ্যাও
...... বদলায় না কিছু !
সফেন দ্যাওয়ের তেপান্তরে
আজও বাঁশ , ঘাস , কাশফুল ফোটে
ছাউনিতে আছ আড়াল আজো
আনাড়ি যুগল ঠোঁটে ।
আজো হৃদপিন্ডহীন বাটুল দানা
বাংলোতে বসে
চোষে দূর্লভ শিক্ষিত মাই ।
অথচ আমাদের না থাকায়
ব্যালা থেকে একটু কি রোদ মুছে গ্যাছে ?
কিংবা আমাদের না থাকা ঘরে
কোন প্রেতও কি উঠেছিল ডুকরে কেঁদে ?
অথচ ফিরে যাওয়া মানে স্বাগতম নয়
ছেঁড়া সুতো ঠিকই ঘুড্ডি খুঁজে ন্যায়
নিভে ওঠো গওহর বাদশা
নিভে ওঠো আরেকবার
টাট্টু ঘুড়া টুরুক বুরুক ।


মৌন অপহ্নব
রচনাকালঃ জুন ৮, ২০১৫

Comments