আঁধারের চোখ |
অন্য কারো দখলের উপত্যকায় একটি গোলাপী বোতাম.........
আমি কেবল চায়ে ডুবায়ে লিটনের টোস্ট খাওয়া দ্যাখি...............আমারো বুকের মাঝে ছ্যাঁত করে উঠে
তবে বলার মতন আমার কোন গল্প নাই ।
বুক উচাটন ব্যালা অব্যলা নাই ।
বিধবা মাকড়সা ..................
অন্য কারো দখলের উপত্যকায় একটি গোলাপী বোতাম.........
আমি কেবল চায়ে ডুবায়ে লিটনের টোস্ট খাওয়া দ্যাখি...............
ফকির ফয়সল
রচনাকালঃ জুন ২০, ২০১৬ বিকাল ৩ঃ৫৮
Comments
Post a Comment