দানবের বাগান |
মেঘের জঠরে কি আছে কোন বিচার বাছ ?
পরিশুদ্ধ সরোবর থেকে গলির মোড় , জলান্তরের মাছ
সকল জলই বিশুদ্ধ বৃষ্টি শিশু
গভীর মমতায়-
প্রেয়সীর হাঁসফাঁস বক্ষবাস থেকে কালো মজুরের উদোম পিঠে,
ঝিলিমিলি অদ্যাখা হ্রদ, ল্যুদমিলার পরিত্যাক্ত ছাদ থেকে শহুরে নর্দমায়,
বেথেলহেম থেকে ব্যাবিলনের মহিমান্বিত বেশ্যালয় ......
তার অবাধ সাঁতার, নির্মোহ চুম্বন, কি আবেগের নিবিড় আলিঙ্গন।
কেবলি ভাবি, যে জলে তুমি আর আমি, পবিত্র জলকেলি,
যে জলে সিদ্ধ-নিষিদ্ধ, সাদা আর কালো আর লাল
কোথাও নেই নেই সে পরিশুদ্ধ জল ও জঠর
কবি, অনাগতে আর কি দেবার আছে বলো ?
ফকির ফয়সল
রচনাকাল: জুন ২০, ২০১৪ বিকাল ৪:৩৫
Comments
Post a Comment