বি শেষ ঘোষণা


আমার একটা স্বপ্ন ছিলো-- একটা গানের দল তৈরী করবার। নিজেদের অপারগতা আর যতশত অনুভুতি প্রকাশের সহজিয়া এবং সাশ্রয়ী মাধ্যম।


এমনকি নিজের পরিবারকে –  দেবীতুল্য প্রেয়সীকে –  বঞ্চিত করে ক্রমাগত এই আবাল্য স্বপ্নের পিছে ছুটেছিলাম এক দিন,  দুই দিন ….. ১৬ টা বছর ….২০০৪ থেকে ২০২০।  [বাক্যের ক্রিয়াপদ দ্রষ্টব্য]

চলার পথে সম ও বিষম উভয় মনা মানুষের সাথে কাজ করবার সৌভাগ্য হয়েছে। কিন্ত মজার ব্যপার দলগুলো টেকে
নাই শেষমেষ এই কাছের মানুষগুলারই ইচ্ছা ও অনিচ্ছাকৃত কর্মকান্ডের জন্য।
আমি চেষ্টার ত্রুটি রাখি নাই একেবারে শেষ পর্যন্ত – নিজের কাছে এই স্বচ্ছতাটুকু আছে।
তবে আমার একটা খুব কাজের অভিজ্ঞতা হইছে এর ফলে – মাদকের নেশা খুব ভালো দোহাই হইতে পারে কিন্ত দাবাই সে কখনো নয়। ছোটকালে বিটিভিতে দ্যাখতাম মাদকের কুফল, এই সুর সাধন করতে আইসা তা হাড়ে হদ্দে বুঝলাম। এই একটা জিনিসের জন্য অন্তত দুইজন প্রতিভারে একেবারে মাটিতে মিশে যাইতে দেখছি।

**আমি যে মহান সুরস্রস্টা বা ধোয়া তুলসি তাও না তবে, বহু বছর আগেই শেষ মদ খেয়ে ফেলছি এবং ২০১৯ সালে ধুমপান বাদ দিছি।**

যাহোক আজ কিছুটা অভিমানে দুইজন সম্মানিত বন্ধুরে অনিচ্ছাকৃত মনঃকস্ট দিয়ে ফেলছি, আন্তরিক ক্ষমাপ্রার্থী তাঁদের নিকট।
কাছের বন্ধুরা যাঁরা সম্ভাবনাময় আছেন হয় মাদক খেইলা দিছে নয় উন্নত বিশ্বে পাড়ি দিছেন –  সবার প্রতি দোয়া ও শুভ কামনা থাকলো অক্ষত গোয়া নিয়ে বেঁচে থাকুন।
এখন আমি ফকির নিজের রাস্তা নিজে মাপি। নিজের গোয়া নিজে মারি।

আজ মার্চ ১, ২০২০ রাত্র ১০:১০ মিনিট হইতে একমাত্র Vapour Geek of Xanadu ছাড়া অন্য কারো কোন প্রোজেক্ট এ ফকির ফয়সল নামক কোন প্রানীকে পাওয়া যাবে না। তবে এর আগের করা কাজ, যা এডিটিং বাকি আছে তা যথা সময়ে কার্টিজিসহ উক্ত ইউট্যুব চ্যানেল কিংবা আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত হইবে। ধন্যবাদ

বিনীত
ফকির ফয়সল

Comments