একটি প্রেমপত্র: প্রেয়সী কিংবা স্ত্রীর প্রতি

Source: Internet

প্রিয়তমা,
শৈশবের মুছে যাওয়া মফঃস্বলে
বুক ধড়াস এক দুপুর-যাত্রার উত্তেজনায়
ছুটে গ্যালে তোমারই দিকে –
প্রতিশোধপ্রবন বাল্যবন্ধুর দলের মতোন
ধেয়ে আসে আর্থ-সামাজিক
রাজনৈতিক প্রতিরোধ বলয়।


 যদি কৃষ্ণচূড়া-বৃষ্টিতে ভিজে যাই কোনদিন
পিটিআই পুস্কুনী ঘাটে দুজন –
যে পরিত্যক্ত জলে বিঁধে আছে
আদুল গায়ে ল্যুদমিলার প্রথম সাঁতার –
ফিরে পেতে যাই না পাওয়া সমস্ত আদর
খেলনাপত্র, সুবর্ণ কুটির, গান ও গল্পের বই
ঊনিশশো আটানব্বই, নিরানব্বই …………..
অথচ, এসবই কি জনপ্রিয় নায়িকার
ডিপফেক দেখে আত্মমৈথুনের সামিল নয়?




বিকল অংগের মতন লুকানো বিষ ক্ষত
নৃবৈজ্ঞানিক সন্তর্পণে খুঁড়ে তোল নিশ্চিহ্ন
এক বিপজ্জনক গোপন প্রাচীন কবর
করো জলজ মুনাজাত, সশ্রদ্ধ জিয়ারত
তুমি কি হারানো ব্যবিলন?
তুমি কি হারানো ট্রয়ের মমী?
জরায়নে চাষ করো শৈশবের মুছে যাওয়া মফঃস্বল
বিস্মৃত জল ঝড় রৌদ্র বৃক্ষে ক্রমশ বেড়ে ওঠে
সমুদ্র মানব একজন কাপ্তান নিমো।





অথচ, শৈশবের স্পর্শাতীত প্রেয়সীকে
বলপূর্বক চুম্বনের প্রায়শ্চিত্ত বুকে
ছুটে গ্যালে তোমারই দিকে –
আমি একজন ক্রমিক ধর্ষক প্রমাণিত হই।


পুনশ্চ: আমার একমাত্র প্রেয়সী বা স্ত্রীকে নিয়ে কোন কবিতা, গান-টান, বা নিদেন একটা প্রেমপত্র ল্যাখা হয়ে উঠে নাই। এই একটা কিছু লিখলাম আজ (ফেবরুয়ারি ১১, ২০২০)। আর কিছুই বোধোয় লিখতে বা করতেও পারবো না কোনদিন। আলোচ্য ল্যাখার বিষয়বস্ত সম্পুর্ণ কাল্পনিক। বাস্তব জগতে জীবিত ঊনজীবিত মৃত বা কারো সাথে মিলে গ্যালে তা অনভিপ্রেত কাকতাল মাত্র। 

ফকির ফয়সল

Comments

  1. Pernah mendapati situs judi toto Indonesia paling bisa kasih untung besar? Cobalah daftar togel online di JAMINTOTO yang merupakan penyedia layanan bertaruh paling dipercaya memberikan banyak untung besar sejak tahun 2014. Dijamin Anda akan merasa puas bergabung dan bermain di dalamnya.

    ReplyDelete

Post a Comment