মানুষ এখনও ঠিক 'মানুষ' বা 'মানবিক' জন্ত না-- নানান 'বাদ', 'তন্ত্র' বা 'মন্ত্র' এর ঘুঁটি বা উপজাত সর্বোচ্চ। আদতে এই প্রজাতিটা এখন নিজের তৈরী কল্পলোক, ‘অর্থনীতি’ নামক এক পদ্মভুকের রাজ্যে বন্দি।
নিজেকে আলোচনা ও যাবতীয় কর্মকান্ডের কেন্দ্রে সে এখনও আনতে পারে নাই।
নিজেকে না চিনতে পারা ও জীবন যাপনের কারণ জানতে না পারার অপারগতা থেকে ক্রমাগত সে গড়ে তোলে প্রতিপক্ষ, আরো শক্তিশালী প্রতিপক্ষ এবং নিজের চাইতে অস্বাভাবিক শক্তিশালী প্রতিপক্ষ।
প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সাথে সে ডেকে আনবে নিজের অস্তিত্বের বিপর্যয় -- ক্রমান্বয়ে । বিলুপ্তির সেই মাহেন্দ্র ক্ষণে বাহ্যিক ও আভ্যন্তরীণ সংঘাতের মীমাংসায় সে খুঁজে পাবে সেই 'মানুষ' বা 'মানবিক' রূপ। ঠিক তখনই নিজেকে আলোচনা ও যাবতীয় কর্মকান্ডের কেন্দ্রে নিয়ে আসবে সে। সে অনেক শত বর্ষ পরের কথা।
তারপর যথারীতি নিজের আত্মহন্তারক অবচেতনায় এবং যাবতীয় অর্থহীনতায় সে নিজের মুক্তি ঘোষণা করবে ---- হতে পারে তা বিলুপ্তি অথবা বিবর্তনের কোন নতুন অধ্যায় ........... সে অনেক অযুত বর্ষ পরের কথা।
মৌন অপহ্নব
অক্টোবর ৫, ২০১৯
অক্টোবর ৫, ২০১৯
Comments
Post a Comment