পরকীয়াত্মক-৯১


তোমারই মফস্বলে
টিউশনি ফেরা চেনা পথে পথে
একটি মৃতপ্রায় নদীর পাশে-
ভাতঘুম ভাঙা ফুচকার দোকান
বিষণ্ণ টংঘর আজো জমে ওঠে ।
বিস্মৃত প্রেয়সীর বোঁটার মত খয়েরী বিকেল
বাদুড়ের ডানা থেকে খসে পড়ে কৃষ্ণচূড়ায়
ওপাড়ের অন্ধকার বনে ।
ইতস্তত ফসলের ক্ষেত, ভৌতিক হবু-ভাড়া-বাড়ি
ক্ষয়া বাদাড়ের মাঝে ঘরে ফেরা পথে
তোমারই হাতে হাত রেখে খুঁজে গ্যাছি
গত সহস্রাব্দের নিঃসংগ আমাকে
স্তনহারা নবজাত এক প্রেমিক ।

২৫ জুন২০১৮

Comments