এপিটাফ



১.
কবি আর ফিরবেনা হয়তো
 তবু কবিতারা মলমূত্র এবং যেকোন যৌনাচারের মতোই স্বতঃস্ফূর্ত ......

ইকারাস ! ইকারাস !
যদিও তুমি জেনে গ্যাছো সকল পূর্বাভাস
অথচ সতর্ক এক জোছনার রোদে
মোম গলে যাবে ডানার
যেখানে সীমানা তোমার।

২.

টিনের পরসাদ , টাট্টু ঘুড়া
গওহর বাদশাহ নামদার
দ্যাও আছে দত্যি আছে
রাজকৈন্যে কৈ তোমার ?
পানদোয়ার বাকসো খুইলো দিছো
বুঝো অহন ঠ্যালা
টাট্টু ঘুড়ার ঠ্যাংয়ের রগ কাটলো জানি কিডা ।

| ফকির ফয়সল | ডিসেম্বর ৫, ২০১৪|

Comments