যাত্রা



শত বছরের ছানিপড়া চোখে এই অন্ধত্ব
তরুণের লৌহদন্ডের ন্যায় উত্থিত লিঙ্গে
দ্যাখো পুরুষত্বহীনতা, নিবীর্যত্ব
টিকে থাকার লড়াইয়ে নারী ও পুরুষের
যৌন অযৌন সম্মিলিত বেশ্যাত্ব
ইদানিং আমাকে আর ভাবায় না
বেশ নির্বিকার দেখে যাই ।
যে বিক্রীত দর্শন
ধর্ষণ করে ক্রমাগত আমাদের মগজ
ফলাফলে জন্ম দ্যায় কিছু বিকৃত বুদ্ধি জারজ -
আমি তাদের সাথে তর্ক করতে পারিনা
বুকের ভেতর ফ্যাস্কা একটা ভয় কাজ করে ।
প্রিয়তমার ডাগর চোখের ভুরুতে
বিউটিশিয়ানের সুচারু প্লাক আমি মেনে নিতে পারিনি
কখনো প্লাস্টিক সুন্দরীদের
গুড্ডি ব্রা পরা ব্যালাস্টিক স্তন মিসাইল দেখে
অনুত্থিত শিশ্নে সহবাসের ইচ্ছা জাগ্রত হয়না বলে
ইদানিং আমি কবিতা লিখতে পারিনা ,
আমি হয়তো পুরুষত্বহীন ।
কবি ফ্রস্ট সায়েব ,
আপনার গ্রামারিয়ানের কফিনে
শেষবার আমি মুতেছি বছর চারেক আগে
জনৈক ফস্টাসের গোপন আচার দেখে
যেখানে ব্যঘ্রশক্তি আরক পান করে
শয়তানের নিকট আত্মা বিক্রয় হয় ।
পরিশেষে কতিপয়
বিপ্লবী অনিষিক্ত মানুষের শবযাত্রা দেখেছি
ডাস্টবিনে পড়ে থাকা ন্যাপকিন অথবা মাসিকের ন্যাকড়ায়
অথবা দৈনিক লাখো কোটি পুরুষের আত্মমৈথুনে ।
ফকির ফয়সল
জুন ২৫, ২০১৪

Comments