মা , আমাকে কবর দিও
তোমার অমরার কফিনে
তোমার পবিত্র আঁধারে
যেখানে জীবন ও মৃত্যুর ঋণ আর সূক্ষ্ম সীমারেখা
ঘুচে গ্যাছে রক্তের আধারে ।
বন্ধু , স্বাগতম আমার জীবনের শবযাত্রায়
তোমাদের কাঁধে এখনো আমার বন্দুকের কুঁদোর দাগ ।
আমি ক্রমাগত শীতল
এক স্বয়ংক্রিয় অত্যাধুনিক সূর্যের নিচে
নিরাক বসন্তের লাবণ্যে ।
এখানে সাফল্যের শকুন আমার বুকের ওপর চেপে বসে
ঠিক যে বুকটায় প্রেয়সীর পরিতৃপ্ত চুল
আর আলুথালু দীর্ঘশ্বাস
এখন বোবায় ধরা সস্তা স্বপ্নদোষ ।
হে প্রেয়সী , দাম্পত্যের সুরেলা বেহালা
গলার রগে চালানোর আগে
তুলে নিও ধারালো প্রতিটি চুমু
আর কোমল দাঁতের প্রতিটি প্রেমচিহ্ন ।
বন্ধুরা , আবারো স্বাগতম আমার জীবনের শবযাত্রায় ।
আমাকে কবর দিও প্রবল নির্বিকারত্বে
জীবনের গোরস্তানে
জানো তো
জম্মাবার প্রক্রিয়াটা
খুবই আদিম , বর্বর , তীব্র বেদনা যাত্রার এবং ঘৃণ্য ।
মৌন অপহ্নব
২৫.১২.১৩
তোমার অমরার কফিনে
তোমার পবিত্র আঁধারে
যেখানে জীবন ও মৃত্যুর ঋণ আর সূক্ষ্ম সীমারেখা
ঘুচে গ্যাছে রক্তের আধারে ।
বন্ধু , স্বাগতম আমার জীবনের শবযাত্রায়
তোমাদের কাঁধে এখনো আমার বন্দুকের কুঁদোর দাগ ।
আমি ক্রমাগত শীতল
এক স্বয়ংক্রিয় অত্যাধুনিক সূর্যের নিচে
নিরাক বসন্তের লাবণ্যে ।
এখানে সাফল্যের শকুন আমার বুকের ওপর চেপে বসে
ঠিক যে বুকটায় প্রেয়সীর পরিতৃপ্ত চুল
আর আলুথালু দীর্ঘশ্বাস
এখন বোবায় ধরা সস্তা স্বপ্নদোষ ।
হে প্রেয়সী , দাম্পত্যের সুরেলা বেহালা
গলার রগে চালানোর আগে
তুলে নিও ধারালো প্রতিটি চুমু
আর কোমল দাঁতের প্রতিটি প্রেমচিহ্ন ।
বন্ধুরা , আবারো স্বাগতম আমার জীবনের শবযাত্রায় ।
আমাকে কবর দিও প্রবল নির্বিকারত্বে
জীবনের গোরস্তানে
জানো তো
জম্মাবার প্রক্রিয়াটা
খুবই আদিম , বর্বর , তীব্র বেদনা যাত্রার এবং ঘৃণ্য ।
মৌন অপহ্নব
২৫.১২.১৩
Comments
Post a Comment