একদা বাচ্চুদা গ্যালেন জেন গুরু গওহর বাদশাহ এর নিকট
পুছ করলেন "হে নামদার স্ক্রিপ্ট কি খায় না মাথায় দ্যায় ?"
গুরুজী তাঁহাকে লৈয়া ব্যারাক ময়দানে গ্যালেন । ঐখানে এক ঝাঁক দক্ষ কমান্ডো দাঁড়াইয়া ছিল । বাদশাহর ইশারায় সেনাপতি তাহাদের প্রথমে দলে দলে ভাগ করিয়া বিভিন্ন কাজে পাঠাইলেন । অতি অল্প সময়ে কমানডোগণ দক্ষতার সাথে কাজ সমাপ্ত করিয়া সেনাপতিকে রিপোর্ট করিলেন ।
বাচ্চুদা আলোকিত হৈলেন ।
Comments
Post a Comment