একদা বাচ্চুদা বাদশাহ নামদারকে পুছ করল "দ্যাখান গুরু , হ্যাকিং কাহাকে বলে ?"
কিছু দুরে রতিবৃক্ষতলে ল্যাপটপে এক নবাগত অনেকগুলা ট্যাব খুলিয়া একটি একটি করিয়া পিডিএফ পুঁথি নামাইতেছিলো আর পিসির স্লো পারফরমেনসের জন্য গাইল পাড়িতেছিলো । বাদশাহ গওহর ফকিরকে নির্দেশ দিলেন নবাগতকে সাহায্য করিতে ।
তো ফকির কেবল শেল শিখিতেছে । সে পাট লৈয়া নবাগতকে কহিল "লেট মি হ্যাক ইট সান !" দুই লাইনের একটি শেলে বালকের শ তিনেক পুঁথি মূহুর্তেই নামিয়া গ্যালো । এইবার বালক ফকিরকে কহিলো "আমায় একটি ফেসবুক আইডি হ্যাক করিয়া দিবে ?" বাচ্চুদা আলোকিত হৈলেন ।
Comments
Post a Comment