বাক্কাস এবং আফ্রোদিতে ,
সরে দাঁড়াও ।
সরে দাঁড়াও মিউজ ও মিনারভা ।
এসো আমার ধাত্রীমাতা নেমেসিস
প্রিয়তমা মেডুসা
আমার নিরুদ্দেশ যাত্রা এবার
হারানো এক দ্বীপে
স্হির সময়ের এক জগতে
যেখানে সকাল দুপুর রাত
শীত বসন্ত ও বর্ষার সহাবস্থান ।
মেঘলা দিন এবং ঝিলিমিলি রংধনু
একই আকাশে ।
এই অকারণ ক্ষয় আর বন্ধ্যা যুদ্ধ থেকে অনেক দূরদ্বীপে
যেখানে অলস শামুকের পিঠে ডানা
চলতে কষ্ট হয় বলে ।
শ্লথের মাথার পেছনে
ভয়ংকর সুন্দর পরজীবী প্রজাপতি
খুলি ফুটো করে মগজ শুষে
নাক দিয়ে নতুন শিশু হয়ে উড়াল দ্যায় ।
অপার্থিব বৃক্ষেরা গান শোনায়
পাখির পালকে সুমিষ্ট ফলের থোকা
অবাক ফুলেরা বৃষ্টির মত ঝরে ।
দিগন্তে পাহাড় , বাতাসে ভাসমান ফসলের ক্ষেত
হাওয়ার দেয়ালে স্বচ্ছ হাওয়ার প্রাসাদ
বাতাসের বিছানায় মেঘের বালিশ
এখানে নেই বিদ্রুপ ও নালিশ ।
তীব্র অমিমাংসিত
আবেগ নিয়ে
স্হির ফেলে আসা শৈশবের যত মাঝবয়েসী প্রিয়তমাগণ ।
এখানে মৌনতা মুখর বেলা
অবাক পাহাড় তীব্র অনুভূতি নিয়ে
কাত হয়ে ছিটিয়ে দ্যায় উন্মাদ জলধারা ।
এখানে স্হির সময় ,
শীত বসন্ত আর বর্ষার সহবাস
এইতো আমার হারানো রাজ্য
এখানেই আমার বসবাস ।
সরে দাঁড়াও ।
সরে দাঁড়াও মিউজ ও মিনারভা ।
এসো আমার ধাত্রীমাতা নেমেসিস
প্রিয়তমা মেডুসা
আমার নিরুদ্দেশ যাত্রা এবার
হারানো এক দ্বীপে
স্হির সময়ের এক জগতে
যেখানে সকাল দুপুর রাত
শীত বসন্ত ও বর্ষার সহাবস্থান ।
মেঘলা দিন এবং ঝিলিমিলি রংধনু
একই আকাশে ।
এই অকারণ ক্ষয় আর বন্ধ্যা যুদ্ধ থেকে অনেক দূরদ্বীপে
যেখানে অলস শামুকের পিঠে ডানা
চলতে কষ্ট হয় বলে ।
শ্লথের মাথার পেছনে
ভয়ংকর সুন্দর পরজীবী প্রজাপতি
খুলি ফুটো করে মগজ শুষে
নাক দিয়ে নতুন শিশু হয়ে উড়াল দ্যায় ।
অপার্থিব বৃক্ষেরা গান শোনায়
পাখির পালকে সুমিষ্ট ফলের থোকা
অবাক ফুলেরা বৃষ্টির মত ঝরে ।
দিগন্তে পাহাড় , বাতাসে ভাসমান ফসলের ক্ষেত
হাওয়ার দেয়ালে স্বচ্ছ হাওয়ার প্রাসাদ
বাতাসের বিছানায় মেঘের বালিশ
এখানে নেই বিদ্রুপ ও নালিশ ।
তীব্র অমিমাংসিত
আবেগ নিয়ে
স্হির ফেলে আসা শৈশবের যত মাঝবয়েসী প্রিয়তমাগণ ।
এখানে মৌনতা মুখর বেলা
অবাক পাহাড় তীব্র অনুভূতি নিয়ে
কাত হয়ে ছিটিয়ে দ্যায় উন্মাদ জলধারা ।
এখানে স্হির সময় ,
শীত বসন্ত আর বর্ষার সহবাস
এইতো আমার হারানো রাজ্য
এখানেই আমার বসবাস ।
মৌন অপহ্নব
২৯.১২.১৩
২৯.১২.১৩
Comments
Post a Comment