প্রাগৈতিহাসিক সূর্য দেখেছে আনত অনন্তকাল
সে পৌরাণিক ইতিহাস
যা জন্মেছে পৌনঃপুনিক ; পর্বত থেকে সমতল
নির্বাণ-অনির্বাণের সমাধিত সমাহিত বীজে
কিযে অসহ্য ভরা যৌবনা বুড়ি চাঁদের নিচে
চন্দ্রাহত ঘাসুড়ে বুড়োরা গল্প বুনে যায় -
মানুষ-নদীর অদ্যাখা জোয়ার ভাটি মিশে গ্যাছে
জীবন্ত ঝর্ণার পাশে মানচিত্রে নেই এক অতলান্তিক আটলান্টিকের মোহনায় ।
বেথেলহেম থেকে ব্যাবিলন
স্বীকৃত এবং অস্বীকৃত সকল আলোকিত গণকালয় থেকে
আঁধারের গণিকালয়, ছিদ্রপদী বালক থেকে মেষপালক বেশে
তিনি এসে ফিরে গ্যাছেন বহুবার ,
শূন্য ঘরের দুয়ারে কড়া নেড়ে বারেবার অথচ তুমি স্নানে ছিলে ।
[ written in 2014. Te edited version was used in a film [Well no copyright fighting I wish.]
সে পৌরাণিক ইতিহাস
যা জন্মেছে পৌনঃপুনিক ; পর্বত থেকে সমতল
নির্বাণ-অনির্বাণের সমাধিত সমাহিত বীজে
কিযে অসহ্য ভরা যৌবনা বুড়ি চাঁদের নিচে
চন্দ্রাহত ঘাসুড়ে বুড়োরা গল্প বুনে যায় -
মানুষ-নদীর অদ্যাখা জোয়ার ভাটি মিশে গ্যাছে
জীবন্ত ঝর্ণার পাশে মানচিত্রে নেই এক অতলান্তিক আটলান্টিকের মোহনায় ।
বেথেলহেম থেকে ব্যাবিলন
স্বীকৃত এবং অস্বীকৃত সকল আলোকিত গণকালয় থেকে
আঁধারের গণিকালয়, ছিদ্রপদী বালক থেকে মেষপালক বেশে
তিনি এসে ফিরে গ্যাছেন বহুবার ,
শূন্য ঘরের দুয়ারে কড়া নেড়ে বারেবার অথচ তুমি স্নানে ছিলে ।
[ written in 2014. Te edited version was used in a film [Well no copyright fighting I wish.]
Comments
Post a Comment