আমি কি আছ ওখানে ?
আমার মগজ দ্বীধান্বিত ,
বোধগুলো দ্ব্যর্থতায় দন্ডিত ।
ওহ আমি ! তুমি কি এখানে আছো ?
এখানে সজীব একটি মৃতদেহ
অবাক তাকিয়ে নির্বিকার নীলে
সূর্যালোকিত শীতলতায়
জীবন অমিমাংসিত উষর
উষালগ্ন চোখে নিয়ে ,
তীব্র জোছনায় ছায়ার খোঁজে ।
মৌন অপহ্নব
December 25, 2013
Comments
Post a Comment