(শিরোনাম নাই)

এলিজিপত্র
এই শহর , বিচ্ছেদের প্রহর
জ্যামজট , বিডিজব , ওয়াইফাই হটস্পট
সমস্ত সনদ সুউচ্চ দালানের মসনদ
পড়ে থাক , মরে যাক , ভেসে যাক মলমূত্রে ।
ফিরে যাই আবার
সাঁঝ নামানো বৃষ্টির দুপুর
সোনা ঝরা সর্ষের ক্ষেত
হাঁটুভাঙার বটতলা
চলো ফিরে যাই আবার
লাল এঁটেল মাটির মফস্বলে
গড়ে তুলি ছোট্ট কুটির
সহজিয়া যৌথ খামার ।


মৌন অপহ্নব
December 24, 2014  

Comments