Throwback 2020

 
 
 

হে পুত্র, নক্ষত্রের পরিনতি কৃষ্ণ গওভরের মত সমস্ত দর্শন ও মঙল নিংড়ে আমরাও পতিত হই মহাপরিণতির দিকে।
নিজের ভেতর গুটায়ে যাবার আগে নক্ষত্রের মতো নির্বিকার ধ্যানে কাপালিক হও সত্তার যতো মল ও আঁধার বলি চড়ায়ে। নিশ্চই আঁধারের জীব মানুষ আঁধারেই হারাবে। শীত ও দাহকালে তুমি বরং নক্ষত্রের মতোন অব্যখ্যাত হও।

মাঝে মাঝে কোন দূর গ্রহ ভর করে দানবের বাগানে। আমরা তার জলদেশে হাঁটি বাতাসের মুখোমুখি।







A squid ate her

ফেলে আসা বিকেল বা প্রেম ফিরে আসে না। আজকের বিকেলটার জন্যই আগামীকাল কেউ বুক ভাসাবে......



এভাবেই রঙীন দিনগুলি খোঁয়াড়ে ঠাঁই পায়।



 
 
 
The Dome [February_1]

The Garden Wall [February_2]

The Garden [February_3]

Mosaic [February_4]

The Desk [February_5]



Shree Dukhi Babu [February_10]

Love [February_13]

Showpiece Buddha [February_14]

Comments